English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

পটুয়াখালীতে পুলিশের ওপর আ’লীগ কর্মীদের হামলা, আহত ৩

- Advertisements -

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দায়িত্বরত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ৫ নম্বর ওয়ার্ডের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে  এ ঘটনা ঘটে।

জানা গেছে, নির্বাচনে ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্বতন্ত্র প্রার্থী এস এম মোহসীন ৪ হাজার ৮৬৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ইব্রাহিম ফারুক। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৮০৪। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষে আওয়ামী লীগ কর্মীরা ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে পুলিশের ওপর হামলা চালালে দায়িত্বরত পুলিশের এএসআই দিপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজিব আহত হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. মারজান বলেন, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘আমরা বাহিরে নির্বাচনী কর্মকাণ্ডে এখনও ব্যস্ত। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ‘

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন