নারায়ণগঞ্জের সোনাারগাঁয়ে মামুনুল কাণ্ডে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হেফাজতে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ সাইফ, হেফাজতে ইসলামের কর্মী কাজি সমির ও অহিদ।
শনিবার (৩ এপ্রিল) সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করার ঘটনায় হেফাজত কর্মীরা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ দুই নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রিসোর্টে ভাঙচুর করে। এ ঘটনার মামলায় এজহারভুক্ত ১২ আসামিকে আটক করেছে পুলিশ।
ওই দিনের ঘটনায় সোনারগাঁ থানায় বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা বাদী হয়ে মামলা করেন।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় এজহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।