নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে RAB -5 এর একটি দল। উপজেলার চন্দ্রপুর তুলোধোনা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এসময় আটককৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও সাত হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। আটকৃতরা হচ্ছেন নাটোর সদর উপজেলার গোকুল নগর গ্রামের মাদুল মৃধার ছেলে মেহেদী হাসান ও অপরজন গুরুদাসপুর সাধুপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম। গত রাতে তাদের আটক করা হয়।
RAB – 5 এর কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে চন্দ্রপুর তুলাধুনা গ্রামে অভিযান চালায় RAB -5 এর একটি দল। এ সময় মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা গাঁজার ব্যবসা করে বলে স্বীকার করেছে। এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।