নড়াইলে সৎমায়ের হাতে চার বছরের এক শিশু খুন হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, রাশেদুল নামে হতভাগ্য শিশুটিকে তার সৎমা রহিমা প্রতিহিংসার বসে শ্বাসরোধে খুন করেছে। নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার সৎমা রহিমা বেগম ও চাচি রুমা বেগমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সদর উপজেলার মির্জাপুর থেকে তাদের আটক করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
নিহত শিশুটির নাম রাশেদুল হাসান (৪)। সে নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাশেদুলের মরদেহের গলায় নখের আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে, রহিমা বেগম শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি রুমার সহযোগিতায় রাশেদুলকে হত্যা করেছেন বলে জানিয়েছেন। আরও কেউ এ ঘটনায় জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।’