English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ধানক্ষেতে মিলল কিশোর অটোচালকের লাশ

- Advertisements -

বগুড়ার গাবতলীতে ১৩ বছর বয়সী আরিফ হোসেন নামের এক কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গোলাবাড়ী কাটলাহার বিলের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। সে গাবতলীর পাড়ানিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।

তিনি জানান, আরিফ অক্টোবর মাসের ২৮ তারিখ থেকে নিখোঁজ ছিলো। সে ওইদিন বিকেলে স্থানীয় মালেক বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই আরিফের খোঁজ পাওয়া যাচ্ছিলোনা। এ নিয়ে গতকাল ৩১ অক্টোবর থানায় নিখোঁজ জিডিও করা হয়।

ওসি সনাতন আরও জানান, স্থানীয় এক মেয়ে সাদেক নামের এক ব্যক্তির ধানক্ষেতে ঘাস কাঁটতে গিয়ে আরিফের লাশ দেখতে পায়। এরপর তিনি স্থানীয়দের জানালে আমাদের খবর দেয়। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি লাশটি অর্ধগলা। তার পড়নে থাকা কাপড় দেখে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) আলী হায়দার চৌধুরি জানান, এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা সিআইডিকে খবর দিয়েছি ক্রাইম সিনে আশার জন্য। লাশটি আসলে পোড়া নাকি অর্ধগলা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

তিনি আরও জানান, আরিফের অটোরিকশা বাড়িতে আছে। এজন্য ছিনতাইয়ের উদ্দেশ্য এ হত্যা হয়নি এটি নিশ্চিত। আমরা পরিবারের সাথে কথা বলেছি তারও কোন মোটিভ দিতে পারেনি। আমরা রহস্য উদঘাটনে কাজ করছি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন