নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাত দেড়টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক প্রশান্ত কর শ্রাবন (২৩) রাবান এলাকার মৃত নারায়ণ করের ছেলে। নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রবিবার রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবন নামে ব্যক্তিগত একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করে এলাকাবাসী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। পাশাপাশি শ্রাবনকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয় ফেসবুকে। এ ঘটনায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।