রাজধানীর মিরপুর থানাধীন টেকনিক্যাল মোর বার্ডেম হাসপাতালের সামনে এক তালাক প্রাপ্ত স্ত্রী রহিমা বেগম (৪৫) কে এসিড ছুরে শরীর ঝলসে দিয়েছে তার সাবেক স্বামী, আব্দুল আলী(৫০)।
সোমবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ছয় টায় ঘটনাটি ঘটে।
তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিকএন্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ওই নারীর বড় বোনের স্বামী মিরাজ জানান, টেকনিক্যালস্থ বার্ডেম হাসপাতালে আয়ার কাজ করেন সারারাত ডিউটি শেষে সকাল ছয়টা
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তার সাবেক স্বামী আব্দুল আলী পেছন থেকে তাকে এসিডে ছুরে পালিয়ে যায় এতে তার শরীর মুখে পিঠে ও হাতে এসিডে ঝলসে যায়।
পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, রহিমার এ বিয়ের আগে আরেকটা বিবাহ হয়েছিল সে ঘরে দুই সন্তান রয়েছে ওই সংসারে আর কোন যোগাযোগ নাই। পরে আলীর সঙ্গে দশ বারো বছর আগে বিয়ে হয়, বিয়ের পর থেকে তাদের মধ্য ঝগড়া লেগেই থাকতো, এ নিয়ে গত তিন মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়।
রহিমা বেগম দিনাজপুর জেলার বিড়ল উপজেলার ধর্মজান গ্রামের তসির আলীর মেয়ে। আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর জানান, রহিমার শরীরের ১২ শতাংশ পুরে গেছে। বর্তমানে, কল্যানপুর নতুন বাজার এলাকায় থাকতেন। তিন বোন চার ভাইয়ের মধ্যে সে ৩য়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন