রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. ফয়সাল, মো. চাঁন মিয়া, মো. পলাশ, মো. নেছার ও মো. নাঈম শেখ।
পুলিশের দাবি, গ্রেফতাররা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ভাড়াটিয়া ডাকাত হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় যাত্রী, পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে।
শুক্রবার (২৯ অক্টোবর) বংশাল থানার ফুলবাড়ীর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। এ সময় তথ্য পাই, বংশাল থানার ফুলবাড়ী এলাকায় কিছু লোক ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন