টিউশনিতে যাওযার সময় রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ৮টার দিকে নগরীর টিকাপাড়ার বাশার রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
লিখিত অভিযোগ পত্রে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেছেন, ২৩ আগস্ট সকাল ৮টায় টিউশনিতে যাচ্ছিলেন তিনি। এসময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় তেমন কেউ ছিল না।
হঠাৎ সেখানে একজন পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে ও যৌন হয়রানি করে। সেসময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালিয়ে যায়। এমতাবস্থায় অপরাধীর শাস্তি এবং নিজের নিরাপত্তা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রীকে যৌন হয়রানির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যেহেতু ক্যাম্পাসের বাহিরে ঘটেছে এবং অভিযুক্তও চিহ্নিত নয়। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্তকে চিহ্নিতের কাজ চলছে।