টাঙ্গাইলে অভিযান চালিয়ে হেরোইনসহ স্বর্ণা আক্তার নামে অনার্স পড়ুয়া এক ছাত্রীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার (৩০ জুন) বিকেলে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগ ছাওয়ালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে আগ ছাওয়ারী গ্রামের কাছিম উদ্দিনের মেয়ে।
র্যাবের উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বাদী হয়ে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে স্বর্ণার বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলার পর জেল হাজতে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্বর্ণা তার বাবা কাছিম উদ্দিন ও মা বিমলা বেগম আগ ছাওয়ালী গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী। বাবা কাছিম উদ্দিন মাদক মালায় জেলে রয়েছেন। মা বিমলা বেগম অন্য আরেকটি মাদক মামলার পলাতক আসামি। স্বর্ণা দীর্ঘদিন ধরে এলাকায় উঠতি বয়সী ছেলে ও মেয়েদের মাদক সেবনে উৎসাহ যোগাতেন। এছাড়া শিশুদের দিয়ে মাদক বিক্রি করে থাকেন। স্থানীয়রা প্রতিবাদ করলে তাকে (স্বর্ণাকে) যৌন হয়রানি, ইভটিজিংসহ নানা ধরনের অভিযোগ তোলেন। এ ভয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ বন্ধ রাখেন বলে জানা গেছে।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র্যাব-১২ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণাকে ২৮ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন।
মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, স্বর্ণা ভয়ঙ্কর তরুণী।সে গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করে।তার বাবা-মাও মাদক বিক্রেতা। তাদের শাস্তি হওয়া দরকার।
মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. শাজাহান খান জানান, স্বর্ণা অনার্সের ছাত্রী বলে পরিচয় দিয়েছেন। সকালে মির্জাপুর থানায় মামলার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।