জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় সাতজন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার পুনট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পুনট বাজারের আব্দুল বকুলের ছেলে শহিদুল ইসলাম (৩২), একই এলাকার পুনট পাঁচ পাইকর গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে মেহেদী হাসান (২২), নান্দাইল দিঘি গ্রামের শরিফ উদ্দিনের ছেলে সাগর হোসেন (২৩), মুনছুর আলীর ছেলে মোমেন মন্ডল (২৭), পুনট পূর্ব নয়াপাড়ার মৃত আব্দুল বাকী প্রামানিকের ছেলে রবিউল ইসলাম রেজভী (৩০), পুনট বাজার সাহপাড়ার আবেদ আলী শাহ এর ছেলে ছানোয়ার হোসেন (৩২) এবং ফরপা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৩৫) বলে জানা গেছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার যন্ত্রাংশসহ সাতজনকে পুনট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।