English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে চুরি করতেন ৪ বোন

- Advertisements -

রাজধানীতে একটি ফ্ল্যাটে চুরির অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার পশ্চিম থানার ১২নং সেক্টর থেকে তাদের আটক করা হয়।

আটক চার নারী হলেন- মোসা. আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। এদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দু’জন তাদের চাচাতো ও ফুফাতো বোন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ওই চার নারী সম্পর্কে পরস্পরের বোন। জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে মানুষের বাসায় ঢুকে চুরি করেন তারা। এর আগেও একই অপরাধে তাদেরকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, আটক চারজন বিভিন্ন জেলায় ঘোরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকে পড়েন, এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান।

তিনি আরও জানান, যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যায়, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। সকালে তারা একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন