রাজধানীর যাত্রাবাড়ীতে সায়েদাবাদ ব্রিজের ঢাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী মো. মোশারফ হোসেন (৪৫) নিহত হয়েছেন। আজ রবিবার ভোর পৌনে ৪টায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা তাঁর ভাগ্নে শাহজালাল জানান, তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী।
শাহজালাল বলেন, ‘আমরা গেন্ডারিয়া ঘুন্টিঘর এলাকায় পাশাপাশি রুমে ভাড়া থাকি। মামা আঁদা, রসুন ও পেঁয়াজ বিক্রি করতেন। প্রতিদিন ভোরে বাসা থেকে কাজে বের হতেন তিনি। আজও প্রতিদিনের ন্যায় গেন্ডারিয়া বাসা থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে বের হয়েছিলেন।
সায়দাবাদ ব্রিজের ঢালে ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। ব্যবহৃত মুঠোফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। ’ তিনি জানান, তার চিৎকারে পথচারী রিকশাচালক সেখান থেকে বাসায় নিয়ে আসেন। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানায় অবগত করা হয়েছে।