সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই ছেলেকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আইয়ুব আলী ওরফে সাগর উল্লাপাড়া উপজেলার নন্দিগাঁতী গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে। রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনের বিবরণ দেন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল। আটক সাগর ও নিহত রওশনারা সম্পর্কে সৎ মামা-ভাগ্নি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১ অক্টোবর বুধবার বিকেলে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া উনিয়নের মবুপুর গ্রামের নিজ ঘর থেকে রওশন আরা (২৯), তার দুই ছেলে জিহাদ (১০) ও মাহিন (৩) এর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রওশন আরার ভাই নুরুজ্জামান জামাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়। রবিবার রাত সোয়া ১২টার দিকে নিজ বাড়ির সামনে থেকে আসামি আইয়ুব আলী ওরফে সাগরকে গ্রেফতার করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান জানান, আটক আসামি আইয়ুব আলী ওরফে সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।