English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

চালকের বুদ্ধিমত্তায় ছিনতাই রুখে দিলেন শ্রমিকরা, আটক ৩

- Advertisements -

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পিকআপচালক ও শ্রমিকদের সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নেকমরদ ভাই ভাই ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মোস্তফা (২৭), সদর উপজেলার ভেলাজান নদীপাড়ার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. আল আমিন (২৪) বালিয়াডাঙ্গীর রায়মহল গ্রামের মো. কিসমতের ছেলে মো. সোহেল রানা (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রংপুর থেকে মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে একটি পিকআপ ভাড়া করে ছিনতাইকারীরা।পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে চারজন এবং ভেলাজন বাজার থেকে আরো দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িতে ওঠেন। তারা দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক মেশিন বহন করছিল।

গাড়িচালক রংপুরের তাজহাট উপজেলার মৃত মোখলেসার রহমান ছেলে মো. মতিয়ার রহমান (৪০)। কৌশলে খাবারের অজুহাতে গাড়ি বালিয়াডাঙ্গীর ডাঙ্গী বাজারে একটি হোটেলে নিয়ে যান তিনি।

হোটেল কর্মচারীদের বিষয়টি জানান ওই চালক। পরে স্থানীয় মোটর শ্রমিকদের খবর দিলে ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর চালককে ফোন করে নেকমরদ ভাই ভাই ফিলিং স্টেশনে যেতে বলে ছিনতাইকারীরা। খবর পেয়ে মোটর শ্রমিকরা সেখানে ওৎ পেতে থাকেন। ছিনতাইকারীরা গাড়ির কাছে আসতেই ধাওয়া দিয়ে তিনজনকে ধরেন শ্রমিকরা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন,’ আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন