রাজধানীতে অভিযান চালিয়ে মো. ছাদিয়ার সরদার (৪০) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)
র্যাব জানায়, পার্শ্ববর্তী দেশে ভালো বেতনে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে নারীদের পাচার করতো চক্রটি।
শনিবার (২ এপ্রিল) র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ছাদিয়ার ও তার অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে চোরাই পথে পার্শ্ববর্তী দেশে যাতায়াত করে। গত এক বছর আগে এক ভুক্তভোগীকে তারা পার্শ্ববর্তী দেশে ভাল বেতনে বিভিন্ন কাজের প্রলোভন দেখায়। তাদের দেওয়া ওই প্রস্তাবে ভুক্তভোগী রাজি হলে তাকে গত বছরের ১৩ আগস্ট পার্শ্ববর্তী দেশে কাজের কথা বলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মানবপাচারকারী সদস্যরা ভুক্তভোগীকে একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। সেই দেশ থেকে আসামিরা চোরাই পথে আবার বাংলাদেশে ফেরত আসে।
এএসপি জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগী কিছুদিন পরে সেই দেশ থেকে যে কোনো উপায় বের হয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। পরে তিনি বাদী হয়ে নড়াইলের লোহাগড়া থানায় আসামিদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন। গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।