চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের ১ নং গেইটের সামনে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব।
জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ জেলার দারিয়াপুর এলাকায় মাদকবহনকারী গাড়িটিকে শনাক্ত করে চেক পোস্ট স্থাপন করলে গাড়িটি দ্রুত গতিতে চেক পোস্ট ভেঙ্গে চলে যায়।
পরে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের নিউমার্কেট এক নম্বর গেটের সামনে থেকে ৩০ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।