লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ওমর ফারুক সাগরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাগর চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার হাজী মোখলেছুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।