English

17 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

চমেক হাসপাতালে দুই দালাল গ্রেফতার

- Advertisements -

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাদের আদালতে পাঠানো হয়।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিচতলা থেকে সমতাজ বেগম (৫০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। এরপর দুপুর দুইটার দিকে ১৭নং কিডনি ওয়ার্ডের সামনে থেকে জাকির হোসেন (৩৮) নামের আরেক দালালকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সমতাজ বেগম চট্টগ্রামের আনোয়ারা থানার বটতলী গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। জাকির হোসেন কক্সবাজারের ঈদগাঁও থানার হোসেনের বাড়ি জাগির পাড়া এলাকার মো. হোসেনের ছেলে। তিনি চট্টগ্রামের খুলশী থানার আল ফালাহ গলি এলাকায় বসবাস করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, চমেক হাসপাতালে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকার লোকজন স্বাস্থ্যসেবা নিতে আসেন। এখানে এক শ্রেণির দালালের খপ্পরে পড়ে অনেক সময় হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনরা প্রতারিত হন।

এ কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে দালালদের বিরুদ্ধে অভিযান চলছে। তারই অংশ হিসেবে শনিবার দুপুরে এক নারী দালালসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন