গাইবান্ধায় ১১০ ইয়াবা ও শুটার গান এবং এক রাউন্ড তাজাগুলোসহ সাজ্জাদ হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাওব।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যা ব-১৩ গাইবান্ধা।
এর আগে সোমবার রাতে গাইবান্ধা শহরের সবুজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার সাজ্জাদ হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় র্যা ব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সবুজপাড়ায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১১০ ইয়াবা ও দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আসামির বিরুদ্ধে বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গাইবান্ধা সদর থানায় র্যা ব বাদী হয়ে একটি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা করেছে এবং আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন