English

22 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

কুড়িগ্রামে ইনজেকশন পাচারের সময় নারী আটক

- Advertisements -

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল সংখ্যক ইনজেকশন ও অন্য ওষুধ পাচারের সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে শাহেদা নামের সেই নারী একটি ট্রাভেল ব্যাগে ভর্তি পেলটকস-২ এবং পেনটিড মেগাপিলের ৩৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছিলেন। এ সময় স্থানীয়দের চোখে ওই নারীর সন্দেহ হলে তার ব্যাগ খুলে বেশ কিছু ইনজেকশন দেখতে পান। পরে সেই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত শাহেদার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে বলে জানা গেছে।

এ ব্যাপারে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন সরকারি ইনজেকশন পাচারের সময় এক নারী আটকের কথা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এরপর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ওষুধ পাচারের বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন