English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

কুমিল্লায় ঈদ জামাতে প্রকাশ্যে গুলি, গুলিবিদ্ধ একজন

- Advertisements -

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় ঈদের জামাতে পূর্ববিরোধের জের ধরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

ওসি সহিদুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে গোলাবাড়ি এলাকার রুবেল ভুঁইয়া পাশের ঈদগাহ মাঠে গিয়ে প্রকাশ্যে একই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন।

এ সময় মাঠে থাকা মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তার ডান হাঁটুতে গুলি লেগেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। গোলাগুলির ঘটনায় ওই ঈদগাহ মাঠে এক ঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়। আমরা দ্রুত অপরাধীর গ্রেপ্তার চাই।

আহত মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, কয়েক দিন আগেও রুবেল আমাকে মারধর করেছে। তার নামে মামলা থাকার পরও জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন নগরীর চকবাজার এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে না।

এ প্রসঙ্গে ওসি সহিদুর রহমান বলেন, আমরা ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনায় জড়িত ব্যক্তি আগেই পালিয়ে গেছে। আমরা তাকে ধরতে অভিযান পরিচালনা করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন