কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় ডাকাতিকালে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২২ মার্চ) উপজেলার কুচাইতলী এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি সনজুর মোরশেদ।
গ্রেপ্তাররা হলেন, হোসেন প্রকাশ জিসান (২০), ইরফান(১৯), জুলহাস (২৪), জাকির(২০) ও মামুনুর রশিদ (২৩)।
পুলিশ সূত্র জানা যায়, ভোর ৪টার সময় কুচাইতলী পশ্চিমপাড়া বিসমিল্লাহ নূর ডিপার্টমেন্টাল স্টোরের সামনে নির্জন এলাকায় ডাকাতি করার প্রস্তুতির তথ্য কোতয়ালি থানা পুলিশ ও চকবাজার পুলিশ ফাঁড়ির টহলদল জানতে পারে। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে। তাদের নামে পূর্বের একাধিক ডাকাতির মামলা রয়েছে।