আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে ছয় মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বুধবার (৩ মে) রাতে বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল হক তৈয়ব জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বিশনন্দী ফেরিঘাট এলাকার রাস্তার উপর গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান মর্মে তথ্য আসে। এমন তথ্যের ভিক্তিতে উক্ত স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজতে থাকা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন জেলা হতে গাঁজা সংগ্রহ করে আড়াইহাজারসহ বিভিন্ন উপজেলা ও নরসিংদীতে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। তিনি আরও বলেন, মদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত আছে।