English

20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

- Advertisements -

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫)। গতকাল রোববার দিবাগত রাতে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

আজ সোমবার সকালের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক)  জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই উপসচিব।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মধু কুমার। তিনি জানান, গতকাল হামজার এক্সপ্রেস পরিবহনে করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ।

তাঁর যাত্রাবাড়ী নামার কথা ছিল। যাত্রাবাড়িতে না নেমে তিনি সায়েদাবাদ বাস টার্মিনালে চলে আসেন। পরে বাসের সুপারভাইজার অনেক ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি।

এসআই আরও জানান, যাত্রী অচেতন থাকায় বাসের সুপারভাইজার পুলিশে খবর দেয়। এরপর দিলীপ কুমারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির কবলে পড়েছেন তিনি। তবে তাঁর কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন