তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে এই বৈশ্বিক আসর বলে নতুন সিদ্ধান্তে জানানো হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ২০২২ সালে নারীদের মেজর টুর্নামেন্টের মধ্যে শুধু ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস আয়োজিত হবে। নিউজিল্যান্ডে বসবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর আর কমনওয়েলথ গেমসের আয়োজক ইংল্যান্ড।
আগের সূচি অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে বসার কথা ছিল পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু করোনা মহামারির কারণে তা ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এবার আরও তিন মাস পিছিয়ে তা পরের বছরের ফেব্রুয়ারিতে হবে। ২০২৩ সালে নারী ক্রিকেটের কোনো মেজর টুর্নামেন্ট না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন