নাসিম রুমি: গতকাল ম্যাচ জিতলেই নিশ্চিত বিশ্বকাপ। এমন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক উইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তাতে শুধু ২–১ ব্যবধানে সিরিজই হারল না, ভাঙল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নও।
মাত্র ১১৮ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতা তো দূরের কথা, লড়াইও করতে পারেননি জ্যোতিরা। ২২.৩ ওভার হাতে রেখে সহজ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।
নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ ম্যাচ ছিল এটি। জিতলেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলত বাংলাদেশের। তবে হারের ফলে চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে চক্র শেষ করেছে তারা। সমান ২১ পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে ছয়ে থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
এখন মূলপর্বে জায়গা পেতে ছয় দলের বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। এখান থেকে মাত্র দুটি দল পাবে মূলপর্বের টিকিট।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ইনিংস শুরু থেকেই বিপর্যস্ত ছিল। দলীয় ৬ রানে মুর্শিদা খাতুন ফেরার পর দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার (৩৭) ও ফারজানা হক (২২) ৬২ রানের জুটি গড়েন। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল।