আবারও বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগেও প্রায় সাড়ে তিন বছর জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। হাথুরুসিংহেকে ‘খুব ভালো মানুষ’ অভিহিত করেছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের কণ্ঠেও শোনা গেল একই কথা।
বুধবার রাজধানীর একটি হোটেলে পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাসকিন বক্তব্য দিতে গিয়ে নতুন হেড কোচ হাথুরুসিংহের প্রশংসায় পঞ্চমুখ।
হাথুরুকে সৎ মানুষ ও ভালো মানের কোচ বলে অভিহিত করে তাসকিন বলেন, ‘আমি রোমাঞ্চিত যে আমাদের সেই আগের হাথুরুসিংহে কোচ হয়ে আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা ভালো হবে।’
তাসকিন বোঝানোর চেষ্টা করেন, হাথুরু যখন কোচ ছিলেন, তখন তিনিসহ (তাসকিন) বেশ কজন তরুণ খেলোয়াড় ছিলেন। তারা সময়ের প্রবাহতায় পরিণত হয়েছেন এবং টিম বাংলাদেশও আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছে।
পেসারদের ওপর হাথুরুর ধারণা কেমন হতে পারে? এ প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসাররা ধারাবাহিক বেশি। এটাও একটা ইতিবাচক দিক।’