নাসিম রুমি: ২০২১-২২ অর্থ বছরে খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দেওয়ায় সেরা করদাতা নির্বাচিত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নুরুল হাসান সোহান। সেরা করদাতা হওয়ায় এই তিন টাইগারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১-২২ অর্থ বছরে মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরমধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি রয়েছে।
পর পর দুইবার সেরা করদাতার তালিকায় স্থান পেলেন তামিম ইকবাল। এর আগে ২০২০-২১ অর্থ বছরে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান ও সৌম্য সরকার।