নাসিম রুমি: সাফের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ- আসর শুরুর আগে এমনটা কজনই বা ভেবেছিল? সেটাই করে দেখিয়েছে লাল-সবুজরা। রাকিব মোরসালিনদের পারফরম্যান্স এখন স্বপ্নবাজ করেছে ফুটবলে বদলে যাওয়া নতুন বাংলাদেশকে। লাল-সবুজদের এমন পারফরম্যান্সের পেছনের অন্যতম কারিগর কাবরেরা। তার হাত ধরেই বদলে গেছে বাংলাদেশ। তাই সাফ মিশন শেষ করেই দেশে ফিরে তার ডাক পড়েছে ফুটবলের অভিভাবক কাজী সালাউদ্দিনের কার্যালয়ে।
সাক্ষাত শেষে কাবরেরা গণমাধ্যমকে বলেন, ‘তার (সালাউদ্দিন) সঙ্গে দেখা করেছি। সে আমাদের পারফরম্যান্সে বেশ খুশি, অনেক সাপোর্ট দিয়েছে। সে অনেক গর্বিত আমাদের নিয়ে। আমাদের এখন সামনের এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাই ও ফিফা উইন্ডোর ম্যাচগুলোর দিকে নজর দিতে বলেছে।’
এবারের সাফের প্রতিটা ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তবে, মালদ্বীপের বিপক্ষে ম্যাচটাই বাংলাদেশকে বদলে দিয়েছে বলে মনে করেন কাবরেরা। তার মতে, ‘মালদ্বিপের বিপক্ষে ম্যাচটাই আমাদের সবকিছু পরিবর্তন করে দিয়েছে। ঐ ম্যাচটাই আমাদের মানসিকভাবে স্ট্রং করেছে। লেবাননের বিপক্ষে ম্যাচটাও ভালো হয়েছে। তবে সামান্য ভুলেই আমাদের হারতে হয়েছে। আর কুয়েতের বিপক্ষে ম্যাচটায় আমরা দারুণ খেলেছি।’
আগামী সেপ্টেম্বরে শুরু হবে এশিয়ান গেমস। এরপরই শুরু হবে ফিফা উইন্ডোর ম্যাচ। সেখানেও বাংলাদেশ পারফরম্যান্সের এমন ধারাবাহিকতা ধরে রাখবে বলে প্রত্যাশা কোচের।