নাসিম রুমি: কদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে সংস্করণে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজেও রাখা হয়নি সাকিবকে। কেন সাকিবকে দলে রাখা হয়নি, এবার সেই কারণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার (১ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত হয় ‘তারুণ্যের উৎসব ২০২৫ । বিপিএলের একাদশতম আসরের মাসকট উন্মোচিত হয় সে অনুষ্ঠানে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ।
সাকিবকে নিয়ে প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বললেন, ‘আপনি জানেন, একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের জন্য খেলা এক কথা নয়। প্রস্তুত হতে হয়, দলের সঙ্গে মানাতে হয় খুব বেশি। সেটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় দেশের জন্য খেলার মানসিক অবস্থাতে নেই।’
উল্লেখ্য, এর আগে ৬, ৯ ও ১১ নভেম্বর শারজায় অনুষ্ঠিত তিন ওয়ানডের সিরিজেও খেলেননি সাকিব। সেটা অবশ্য ছিল তার নিজের সিদ্ধান্ত। গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর হত্যা মামলায় আসামি করা হয় সাকিবকে। শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। এছাড়াও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সাকিব ও তার স্ত্রীর।