নাসিমরুমি: মাঠের বাইরে নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়ায় বাংলাদেশের “পোস্টার বয়” খ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এখন পর্যন্ত দুদকের শুভেচ্ছা দূত হিসেবেই আছেন সাকিব। তবে এ বিষয়ে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “চুক্তি অনুযায়ী তিনি এখনও শুভেচ্ছাদূত হলেও চুক্তি নবায়ন করা হবে না। তিনি আসন্ন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে অংশ নেবেন না।”
তিনি আরও বলেন, “সাকিব আল হাসানকে এখন বিভিন্ন ইস্যুতে বিতর্কিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুদক কোনো বিতর্কিত ব্যক্তির সঙ্গে নিজেকে যুক্ত করতে চায় না।”
প্রসঙ্গত, গত ২০১৮ সালে সাকিবকে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল।