English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সাকিবকে বিশ্বসেরা মানেন মরগান

- Advertisements -

নাসিম রুমি: ২০০৬ সালে বাংলাদেশের হয়ে যুববিশ্বকাপে খেলেছিলেন সাকিব আল হাসান। একই আসরে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ইয়ন মরগান।। এরপর কাছাকাছি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও পথচলা শুরু এই দুইজনের। বর্তমানে সাকিব বাংলাদেশ দলের অধিনায়ক, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মরগান। অবশ্য চলতি বিশ্বকাপে ধারভাষ্যকার হিসেবে আছেন তিনি।

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বর্তমানে অবস্থান করছেন ভারতের ধর্মশালায়। সেখানেই আজ গণমাধ্যমের মুখোমুখি হন মরগান। এ সময় সাকিবের বেশ প্রশংসা করেছেন তিনি।

মরগান বলছিলেন, ‘(সাকিব) সে অবিশ্বাস্য ক্রিকেটার-যখন পারফরম্যান্সের ব্যাপার আসে। পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার সে। এটা ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই প্রমাণ করেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ, এমন ক্রিকেটার খুব বেশি নেই বর্তমানে। দীর্ঘস্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তালিকায় এনেছে।’

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মরগান বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশ যখন ম্যাচ জেতে, তাদের মূল ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকতে হয়। আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। তারা খুব ভালো করেছে। অনেক চাপ সরিয়ে নিয়েছে তারা, যেগুলো সাধারণত অভিজ্ঞদের ওপর থাকে। এটা সাকিবের পারফরম্যান্স ও অধিনায়কত্বে সাহায্য করবে যদি তারা এটা চালিয়ে যেতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন