নাসিম রুমি: কোচিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হয়েছে আজ। নিলামের সংক্ষিপ্ত তালিকাতে ছিলেন চার বাংলাদেশি ক্রিকেটার- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
দ্বিতীয় রাউন্ডে প্রথম ডাকে সাকিবের নাম বলা হলেও তার ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউ। যদিও নিলামের শেষে অবিক্রিত ক্যাটাগরি থেকে যে কাউকে কিনে নেওয়ার সুযোগ থাকছে। এদিকে, নিলামে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি মূল্যে বিক্রি হওয়ার নজির গড়েছেন স্যাম কারেন।
২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও কারেনকে শেষ পর্যন্ত ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে পাঞ্জাব। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকে নিয়ে মুম্বাই, রাজস্থান, চেন্নাই, পাঞ্জাবের মধ্যে লড়াইয়ে হয়েছে।
শেষ পর্যন্ত লড়াইয়ে জিতেছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১৮ সালে বিরাট কোহলিকে ১৭ কোটি রুপিতে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চার বছর পর ২০২২ সালে লোকেশ রাহুলকেও ১৭ কোটি রুপিতে কিনেছিল পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে ওটাই ছিল এতদিন সর্বোচ্চ।
নিলামের তালিকায় থাকা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা। ভিত্তিমূল্য কমিয়ে দিয়েও দল পাননি তিনি। বাঁহাতি এই অলরাউন্ডার ছাড়াও অবিক্রিত আছেন রাইলি রুশো, জো রুট। কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের ব্যাপারে আগ্রহ দেখায়নি।
লিটন, তাসকিন ও আফিফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি বা ৬২ লাখ ৬৩ হাজার টাকা। সাকিব ছাড়া নিলামের সংক্ষিপ্ত তালিকায় থাকা তাসকিন আহমদে, লিটন দাস ও আফিফ হোসেনের নাম এখনও ডাকা হয়নি।