নাসিম রুমি: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। আইপিএলের ১৬তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন।
কলকাতায় সঙ্গী হিসেবে পাচ্ছেন স্বদেশি সতীর্থ সাকিব আল হাসানকে এবারের আইপিএলের নিলামে প্রথম ডাকে দল না পেলেও দ্বিতীয় ডাকে সাকিব ও লিটনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে লিটন ও ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। এই দুই বাংলাদেশী ক্রিকেটারকে দলে ভেড়াতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে কলকাতা নাইট রাইডার্স।
সোমবার (২৬ ডিসেম্বর) কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে কলকাতার জার্সি পরিহিত সাকিব ও লিটনের ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লেখে, বাংলা টাইগাররা শিগগিরই আসছে।