English

25 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

সাকিব-তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক

- Advertisements -

নাসিম রুমি: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ‘ত্রিমূর্তি’ খ্যাত সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার ‘মধুর লড়াই’ চালিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের শুরু থেকেই। রানসংখ্যা, সর্বোচ্চ রানের ইনিংস তো আছেই, ম্যাচসেরা হওয়ার লড়াইও জমজমাট।

এবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচসেরার পুরস্কার জেতায় সাকিবকে পেছনে ফেলেছেন মুশফিক। ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ এই ফরম্যাটে এখন পর্যন্ত ৬ বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

এতদিন এই রেকর্ডে তার সঙ্গী ছিলেন মুশফিক। তবে গতকাল রাওয়ালপিন্ডিতে সাকিবকে পেছনে ফেলে দিয়েছেন মুশি।

এবারই প্রথম পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৪১ বলে ১৯১ রান করে জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিক।

এ জন্য তিনি পান ম্যাচসেরার পুরস্কার। যা টেস্টে তার সপ্তম ম্যাচসেরার পুরস্কার। তালিকায় তিনে থাকা মুমিনুল হক এই পুরস্কার জিতেছেন ৪ বার।

সাকিবের পাশাপাশি তামিমের একটি রেকর্ডও ভেঙেছেন মুশফিক। বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এবার নিয়ে ৩ বার ম্যাচসেরা হলেন তিনি। এতদিন তামিম ও মুশফিক সমান দুটি করে ম্যাচসেরার পুরস্কার জিতে একই অবস্থানে ছিলেন।

মুশফিক আরও একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ নিজের ম্যাচসেরার পুরস্কারের টাকা বাংলাদেশে বন্যার্তদের সাহায্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পরে তাকে অনুসরণ করে ‘এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতা লিটন দাসও পুরস্কারের অর্থ বন্যার্তদের দেওয়ার ঘোষণা দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন