English

19 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে বিশ্বকাপজয়ী মরগান

- Advertisements -

নাসিম রুমি: আন্তর্জাতিক ক্রিকেটকে ইয়ন মরগান বিদায় জানিয়েছিলেন গত বছর। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন তিনি।

টুইটারে আজ অবসরের কথা জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে খেলতে ২০০৫ সালে ইংল্যান্ডে এসেছি। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এসএ টোয়েন্টি টুর্নামেন্ট—সব মুহূর্তই উপভোগ করেছি।’

পেশাদার ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলার সঙ্গে থাকব। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে কাজ করব। ভবিষ্যতের কথা ভেবে অনেক ভেবেচিন্তে এগোচ্ছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মরগান। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইরিশদের জার্সিতে ২৩ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপ মরগান খেলেছিলেন আয়ারল্যান্ডের হয়ে। এরপর ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ বছর খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করেন তিনি। ২২৫ ম্যাচে ৩৯.৭৫ গড়ে ৬৯৭৫ রান করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন