English

17 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

শেষ ওভারের নাটকীয়তায় ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইর্ডাস

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: এবারের বিপিএলে রংপুর রাইর্ডাস জয়রথ ছুটেই চলছে।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের নাটকীয়তায় তারা ৩ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশালকে।শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রানের।অধিনায়ক নুরুল ইসলাম সোহান একাই কাজের কাজটি করেন।প্রথম বলে ৬,দ্বিতীয় ও তৃতীয় বলে চার চতুর্থ বলে ছয়,পঞ্চম বলে চার মেরে জয়ের কাছাকাছি নিয়ে যান।শেষ বলে প্রয়োজন ছিল ২ রানের।তিনি ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছয় মেরে জয়ের বন্ধরে পৌঁছে দেন দলকে।এই জয়ে রংপুর রাইর্ডাস ৬ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান করে ফরচুন বরিশাল।ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন কাইল মায়ার্স। ২৯ বলের ইনিংসে ৭ ছক্কা ও ১ চার মেরেছেন তিনি। তিন নম্বরে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
১৯৮ রানের লক্ষ্যে নেমে ৪ রানেই ভেঙে যায় রংপুরের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের প্রথম বলে অ্যালেক্স হেলসকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তানভীর ইসলাম। ৩ বল খেলে করেছেন ১ রান। শুরুর ধাক্কা সামলে রংপুর এরপর এগোতে থাকে সাবলীল গতিতে।

ওভারে ৩ উইকেটে ৬৬ রানে পরিণত হয় দলটি। সাইফ হাসান ও তৌফিক খান তুষার আউট হয়েছেন ২২ রান ও ৩৮ রান করে। যেখানে তুষার তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৮ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মেরেছেন।

হাতে ৭ উইকেট নিয়ে শেষ ১১ ওভারে রংপুর প্রয়োজন ১৩২ রান। ওভারপ্রতি ১২ করে দরকার হলেও দুই পাকিস্তানি খুশদিল শাহ ও ইফতিখার আহমেদের ব্যাটিং তেমন ছিল না।
ম্যাচ সেরা হয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল ইসলাম সোহান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন