English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

শিশিরের দাবি: ‘শ্রীলঙ্কা সফরের জন্য আইপিএলে দল পায়নি সাকিব’

- Advertisements -

২০২১ সাল জুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। বল-ব্যাটে অলরাউন্ড পারফর্ম করে জায়গা করে নেন আইসিসির একাধিক বর্ষসেরার তালিকায়। চলতি বিপিএলেও উজ্জ্বল ফরচুন বরিশালের অধিনায়ক। আসন্ন আইপিএলের নিলামেও ছিলেন কোটি টাকার ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকায়।

তবে দীর্ঘ কাল ধরে আইপিএল মাতানো সাকিব দল পায়নি এবারের অকশনে। দেশের সেরা তারকাকে সান্ত¡না দিতে সতীর্থরা দিচ্ছেন মুহুর্মুহু ফেসবুক স্টেটাস। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরও লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সান্ত¡না দিতে নয়, সাকিব হেটারদের মুখ বন্ধ করতে জানালেন আইপিএলে দল না পাওয়ার কারণ।

শিশিরের দাবি, শ্রীলঙ্কা সফরের জন্যই আইপিএল খেলা হচ্ছে না সাকিবের।

আইপিএলের সময় দুটি দ্বি-পাক্ষিক সিরিজ রয়েছে বাংলাদেশের। মার্চে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে যাবে টাইগাররা। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা।

এতে পুরো মৌসুমে তাকে পেতো না আইপিএলের দলগুলো। এ কারণেই তাকে ভেড়ায়নি কোনো দল। এমন দাবি শিশিশের। ফেসবুকে এক পোস্টে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার (সাকিবের) সঙ্গে যোগাযোগ করেছিল।

জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুমে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি, এখানে আহামরি কোনো বিষয় নেই।’

এক মুহূর্তের জন্য শিশিরের ভাষ্য মেনে নিলেও মোস্তাফিজুর রহমানের কারণে সাকিবপত্মীর যুক্তিকে অযৌক্তিক মনে হতে পারে সমর্থকদের। সাকিব দল না পেলেও আইপিএলের মেগা অকশনের প্রথম দিনই দল পেয়েছেন কাটার মাস্টার। দিল্লি ক্যাপিটালসের হয়ে পঞ্চদশ আসর মাতাবেন মোস্তাফিজ।

শিশিরের মতে, শ্রীলঙ্কা সফর রেখে সাকিব আইপিএল খেলতে গেলে সমালোচনার ঝড় বয়ে যেত। শিশির লিখেছেন, ‘এখানেই শেষ নয়। আগামী বছরও সুযোগ রয়েছে। দল পেতে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো। তাই দল পেলেও কি আপনারা এখনের মতো কথা বলতেন? নাকি তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দিলাম বলে দুঃখিত।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন