নাসিম রুমি: ফুল লেংথের বল। হাফভলি বলতে যা বোঝায়, লিটন দাস তাঁর আইপিএল ক্যারিয়ারের প্রথম বলটা সেখানেই পেলেন।
দিল্লি ক্যাপিট্যালসের ইশান্ত শর্মার এমন বলে লিটনের মানের ব্যাটসম্যানদের যা করার, সেটাই তিনি করলেন। দারুণ এক কাভার ড্রাইভে বল পাঠালেন বাউন্ডারিতে। আইপিএল অভিষেকে প্রথম বলেই বাউন্ডারি পেয়ে গেলেন লিটন।
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল অভিষেকের যদি কোনো স্নায়ুর চাপ থেকে থাকে, সেটি ওই প্রথম শটেই কমে আসার কথা। এমন আত্মবিশ্বাসী শুরু যে বড় ইনিংসেরই আভাস। কিন্তু সেটি হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই থামে লিটনের ইনিংস। মুকেশ কুমারের অফ স্টাম্পের অনেক বাইরের শর্ট বল লেগের দিকে টেনে খেলতে গিয়ে ক্যাচ আউট লিটন।
বলটা চাইলে অফের দিকেও খেলতে পারতেন। অনেক বাইরে থাকা বলটায় স্কয়ার কাট খেলে চার কিংবা ভালো টাইমিং হলে ছক্কাও মারতে পারতেন। কিন্তু সেটি না করে লিটন মিড উইকেটের ফাঁকা জায়গায় বল ঠেলতে চাইলেন। শেষ পর্যন্ত ৪ বলে ৪ রানে থামে আইপিএলে লিটনের প্রথম ইনিংস। ওই প্রথম শট থেকে পাওয়া বাউন্ডারিতে আসা ৪ রানেই থামল কলকাতার ওপেনারের ইনিংস। সুযোগ পেয়েও ব্যর্থ লিটন কুমার দাস।