নাসিম রুমি: গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এক বছরেরও বেশি সময় ধরে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি রোহিত শর্মা। তবে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে দলে ফেরানো হয় তাকে।
শুধু তা-ই নয়, দলকে নেতৃত্বও দেন তিনি। এবার বিসিসিআই সচিব জয় শাহ জানালেন রোহিতের নেতৃত্বেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত।
রোহিতের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছন তিনি।
ফিরবেন আইপিএল দিয়ে। গুজরাট টাইটান্স থেকে তাকে দলে ভিড়িয়ে বেশ চমকই দেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
পাশাপাশি রোহিতকে সরিয়ে পান্ডিয়ার কাঁধেই নেতৃত্বের ভার চাপায় ফ্র্যাঞ্চাইজিটি।
কিন্তু জাতীয় দলে রোহিতের ডেপুটি হিসেবেই থাকবেন পান্ডিয়া। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে জয় শাহ বলেন, ‘২০২৩ সালে আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নামার আগে পর্যন্ত আমরা টানা ১০টি ম্যাচ জিতেছিলাম। তার পরও আমরা বিশ্বকাপ জিততে পারিনি। তবে বিশ্বকাপ জিততে না পারলেও আমরা সকলের হৃদয় জিতেছিলাম। আমি আত্মবিশ্বাসী যে, ২০২৪ সালে বার্বাডোজে (টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালের ভেন্যু) আমরা রোহিত শর্মার অধিনায়কত্বে ট্রফি জিতব। আমরা সেখানে ভারতের পতাকা উত্তোলন করবই। ’
‘এক বছর পর ফিরে সম্প্রতি আফগানিস্তান সিরিজে তার নেতৃত্ব দেওয়ার অর্থ হলো, সে অবশ্যই (টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবে)। রোহিত সব সংস্করণের অধিনায়ক। এটি সম্মিলিত সিদ্ধান্ত এবং নির্বাচকরা এই বিষয়ে পুরোপুরি একমত। হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সহ-অধিনায়ক হিসেবে তার অবস্থান ধরে রাখবে। ’
আগামী জুনে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিতের মতো বিরাট কোহলিও টি-টোয়েন্টি দলে ফিরেছেন আফগানিস্তান সিরিজে। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
জয় শাহ বলেন, ‘আমরা শিগগিরই তাকে নিয়ে কথা বলব। ১৫ বছরের ক্যারিয়ারে যদি কেউ প্রথমবার ব্যক্তিগত কারণে ছুটি চায়, তাহলে সেটা তার অধিকার। বিরাট এমন খেলোয়াড় নয় যে, বিনা কারণে ছুটি চাইবে। খেলোয়াড়দের ওপর আস্থা রাখা ও পাশে থাকার দরকার আমাদের