English

28.5 C
Dhaka
শনিবার, মার্চ ১, ২০২৫
- Advertisement -

ম্যাচসেরার পুরস্কার হাসপাতালে ভর্তি ছেলেকে উৎসর্গ করলাম : রিয়াদ

- Advertisements -

নাসিম রুমি: ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। সঙ্গে ফাহিম আশরাফও অপরাজিত ফিফটি করেন। তাতে বরিশাল জয় পায় ৪ উইকেটের ব্যবধানে।

আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। জবাবে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল। আসরের প্রথম ম্যাচেই সেরার পুরস্কার পেয়েছেন মাহমুদউল্লাহ।

পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে ছেলে রাইদকে তিনি এই পুরস্কার উৎসর্গ করেন। একই সময় জানান, তার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। মাহমুদউল্লাহ বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে শীঘ্রই।

এই পুরস্কার তোমার। বাবা তোমাকে ভালোবাসে।’ দলের জয়ে সবার কৃতিত্ব দেখছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ’র কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিলো। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন