নাসিম রুমি: সংগ্রহটা খুব বড় ছিল না। ১৪০ রান নিয়ে তাই অস্ট্রেলিয়াকে টলাতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে লাল সবুজরা। হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে কম রান করার আক্ষেপ ঝরল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছেন, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’
শুরুতেই তানজিদ তামিম ফিরে গেলে তিনে নেমে শান্ত জুটি গড়েন লিটন দাসকে নিয়ে। ৪৮ বলে ৫৮ রানের সেই জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যেখানে শান্তর অবদান ২৩ বলে ৩২। লিটন করেছেন ২৫ বলে ১৬। অস্বস্তিতে ভুগতে থাকা লিটন নবম ওভারে অ্যাডাম জাম্পার বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন। দুটি চার মারলেও লিটন নিজের খেলা প্রথম ১০ বলে মাত্র ১ রান করেন।
বেশ কয়েক ম্যাচ ধরে রানখরায় ভোগা শান্ত হাল ধরেছিলেন আজ। তিনে নেমে ৩৬ বলে করেছেন ৪১ রান। নিজের ইনিংসটি নিয়ে নাজমুল বলেছেন, ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি আরও অবদান রাখতে পারব। আজ টপ অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি তাঁরা এটা ধরে রাখবে।’
তবে ইনিংসটি বড় করতে পারেননি। দ্রুত রান তোলার উদ্দেশ্যে রিশাদ হোসেনকে পাঠানো হয়েছিল ৪ নম্বরে। কিন্তু কৌশল কাজে আসেনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাজমুল রিশাদকে নামানো প্রসঙ্গে বলেছেন, ‘অস্ট্রেলিয়া দলের বিপক্ষে আমাদের ঝুঁকি নিতেই হতো। আজ যেমন রিশাদ চারে নেমেছে। কারণ তখন জাম্পা বোলিং করছিল। আমরা জানি রিশাদ স্পিন খুব ভালো খেলে কিন্তু আজ পারেনি। এটা হতেই পারে। তবে আজ আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি।’
অ্যান্টিগার এই মাঠে আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নাজমুল এই ম্যাচ নিয়ে বলেছেন, ‘আশা করি ভারতের বিপক্ষে আমরা ভালো খেলব।