নাসিম রুমি: গতকাল শনিবার রাতে ভারতের বিপক্ষে টস জিতে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন ১৫০-১৬০ রান এই উইকেটে ভালো স্কোর। আটকাতে চেয়েছিলেন ভারতকে অল্পতেই। তাই নিয়েছিলেন বোলিং। কিন্তু পরিকল্পনা কাজে আসেনি। ভারত করেছে ১৯৬. বাংলাদেশ হেরেছে ৫০ রানে।
হারের পর অধিনায়ক শান্ত জানালেন, ১৬০-১৭০ রান হলে লড়াইটা আরও জমে উঠত। ম্যাচ শেষে প্রেসেন্টেশন সিরিমনিতে তিনি এই কথা বলেন।
যেখানে তিনি বলেন, ‘অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা ভেবেছিলাম ১৬০-১৭০ রানে আটকে রাখতে পারলে আমাদের ভালো হবে। ভারত যেভাবে ব্যাটিং করেছে কৃতিতত্ব তাদের প্রাপ্য। যেরকম অভিপ্রায় আমাদের দেখানো উচিত ছিল আমরা ব্যাটাররা তা পারিনি। আমি প্রতি ম্যাচেই অবদান রাখতে চেয়েছি, এ ম্যাচটা আমার শেষ করা উচিত ছিল। এ আসরে তানজিম আর রিশাদ দুর্দান্ত করেছে।’