নাসিম রুমি: সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ। দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে বাংলাদেশকে বহু সাফল্য এনে দিয়েছেন তিনি। ক্রিকেটের প্রতি মাহমুদউল্লাহর এই নিবেদন ও অভিজ্ঞতাই এবার কাজে লাগানোর কথা বলেছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ। জানিয়েছেন, এক্ষুনি মাহমুদউল্লাহ বিসিবিতে যোগ দিলে সবচেয়ে বেশি খুশি হবেন তিনি।
দেশের ক্রিকেটের পালাবদলে সাংগঠনিকভাবে ক্রিকেটের উন্নয়নে মাহমুদউল্লাহকে বিসিবিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।
অবসর বললেও এখনো দেশের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে সিনিয়রদের। বিশেষ করে বিসিবিতে যুক্ত হয়েও ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন মাহমুদউল্লাহ। এমনটাই জানিয়েছেন বিসিবিপ্রধান।
দলের সিনিয়র ক্রিকেটারদের অবসর নিয়ে কথা বলতে গিয়ে মাহমুদউল্লাকে বিসিবিতে যোগ দেওয়ার আহ্বান জানান বিসিবিপ্রধান। বলেন, ‘আমি তাদের অভিনন্দন জানাই। আগামীতে তারা যাই করে, আমি আশা করব তারা যদি বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত থাকে, বিশেষ করে মাহমুদউল্লাহ তো তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। যদি এক্ষুনি যোগ দেয় এর চেয়ে খুশি আর হব না।’
মাহমুদউল্লাহর আগে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। দুজনেই দেশকে সার্ভিস দিয়েছেন দীর্ঘ সময়। তাই দুজনকেই বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে বিসিবির। বোর্ডপ্রধান এ ব্যাপারে বলেন, ‘তারা বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছে, ধন্যবাদ জানাই তাদের। আর চেষ্টা করব যাতে তাদের সম্মান জানাতে পারি।’