নাসিম রুমি: দলের স্বার্থে ভাঙা আঙুল নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সেই ডেলিভারিটিই এশিয়া কাপে তার ব্যাটিংয়ের সবশেষ স্মৃতি। এবারের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল।
কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়কের নাম শোনা যাবে। যেখানে জোরেশোরে শোনা যাচ্ছে সাকিব আল হাসানের নাম। শুধু এশিয়া কাপই নয়, সাকিবের নেতৃত্ব বিশ্বকাপেও দেখা যেতে পারে। আর বিশ্বকাপের বিষয়টি ৪ বছর আগেই জানিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।
২০১৯ সালে সাকিব যখন আইসিসির নিষেধাজ্ঞা পান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন মাশরাফী লিখেছিলেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’
শুধু এটাই নয়, শেষ হয়েছে তামিমের ওয়ানডে অধিনায়কত্বের অধ্যায়ও। সম্ভাব্য নতুন ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাকিব আল হাসানের নাম। ২০২৩ বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নটা আবারও দেখতে শুরু করেছেন ভক্তরা। তবে এমন স্বপ্ন অনেক আগেই দেখেছেন দেশের ক্রিকেটের আরেক কিংবদন্তি মাশরাফী বিন মোর্ত্তজা।