নাসিম রুমি: বর্তমান সময়ে তারকা ক্রিকেটারদের সঙ্গে প্রায়শই অভিনয় জগতের সেলিব্রেটিদের নিয়ে গুঞ্জন শোনা যায়। সেই গুঞ্জন যে একেবারেই মিথ্যা নয়; সেটা ইতোপূর্বে বহুবার প্রমাণ হয়েছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের জমজমাট রসায়ন বহুকাল আগে থেকেই। মানসুর আলী খান পতৌদি থেকে বর্তমান প্রজন্মের কেএল রাহুল; যারা ক্রিকেটের পর নিজেদের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলিউড সেলিব্রেটিদের বিয়ে করে।
মানসুর আলী খান পতৌদি-শর্মিলা ঠাকুর
ভারতের ক্রিকেটের শুরুর দিকে মানসুর আলী খান প্রেমে পড়েছিলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। তাদের সেই প্রেমে বড় বাধা ছিল ধর্ম। ১৯৬৫ সালে প্রেমের শুরু হলেও বিয়ে নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি। পরে সব কিছুর অবসান ঘটিয়ে মানসুরকে ভালোবেসে নিজ ধর্ম ত্যাগ করে ১৯৬৯ সালে বিয়ে করেন দুজন। নিজের নাম পাল্টে হন আয়েশা সুলতানা। পরবর্তীতে তাদের ঘরে জন্ম নেয় সাবা আলী খান, সোহা আলী খান ও বলিউড তারকা সাইফ আলী খানের।
রবী শাস্ত্রি-অমৃতা সিং
ভারতের ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার রবি শাস্ত্রি। ১৯৮০ দশকে ভারতের অন্যতম তারকা বিয়ে করেন বলিউডের তখনকার রাইজিং স্টার অমৃতা সিংকে। তবে নানা কারণেই তাদের সেই সংসার টিকেনি। পরবর্তীতে দুজনেই আলাদা হয়েছেন।
মোহাম্মদ আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি
ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে এখনও সবাই মনে রেখেছে মোহাম্মদ আজহারউদ্দিনকে। সেই তিনি ১৯৯৬ সালে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বলিউড অভিনেত্রী সঙ্গীতাকে বিয়ে করেন। যদিও পরবর্তীতে সেই সংসারও টিকেনি। ২০১০ সালে এসে আলাদা হওয়ার ঘোষণা দেন এই দম্পতি।
জহির খান-সাগরিকা ঘাটগে
চাক দে ইন্ডিয়া দেখে সাগরিকা ঘাটগের প্রেমে পড়েন ভারতের তারকা পেসার জহির খান। এই জুটি প্রথম প্রকাশ্যে আসে যুবরাজ সিংয়ের বিয়ের দিন। এরপর অনেক গুঞ্জনের পর ২০১৭ সালে বিয়ে করেন দুজন।
হার্দিক পান্ডিয়া-নাতাশা স্টানকোভিচ
সম্প্রতি এই দম্পতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেও ২০২০ সালে ভালোবেসে একে অন্যকে বিয়ে করেছিলেন দুজন। তাদের ঘরে এক সন্তানও আছে।
শোয়েব মালিক-সানা জাভেদ
পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ভারতের কিংবদন্তি টেনিস তারকাকে বিয়ে করলেও তাদের সেই সংসার টিকেনি। পরবর্তীতে গত বছর পাকিস্তানের তারকা সানা জাভেদকে বিয়ের ঘোষণা দেন তিনি। বর্তমানে বেশ কাটছে এই দম্পতির জীবন।
আথিয়া শেট্টি ও কেএল রাহুল
বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টিকে ভালোবেসে গত ২০২৩ সালে বিয়ে করেন কেএল রাহুল। সম্প্রতি এই দম্পতি তাদের সন্তান আগমের ঘোষণা দিয়েছেন।
বিরাট কোহলি-অনুশকা শর্ম
বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী অনুশকা শর্মা। অন্যদিকে কোহলি বিশ্ব ক্রিকেটেই সেরাদের সেরা। এ দুজনের প্রেম নিয়ে কম জল্পনা হয়নি। দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন। ২০১৩ সালে এক বিজ্ঞাপনে অংশ নিতে গিয়ে আনুশকা-কোহলির পরিচয়। সেই থেকে প্রেমের শুরু। এরপর ২০১৭ সালে আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা দিয়েছেন এই দম্পতি। বর্তমানে এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে।
এর বাইরেও অভিনেত্রীদের বিয়ে করেছেন একঝাঁক ক্রিকেটার। যাদের মধ্যে আছেন যুবরাজ সিং, হরভজন সিং, যুজবেন্দ্র চাহাল।