মাঠে দর্শক ঢুকে পড়া কিংবা কুকুর-পাখির অনাহূত আগমনে খেলা থেমে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু সাপের কারণে খেলা বন্ধ হওয়ার ঘটনা হয়তো এবারই ঘটলো প্রথম। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখা গেলো এটি।
গোহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ম্যাচের ষষ্ঠ ওভারের পর মাঠের মধ্যে ঢুকে পড়ে একটি জলজ্যান্ত সাপ। যে কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
প্রথমে বোঝা যায়নি কেন বন্ধ করা হলো খেলা। পরে টিভি ক্যামেরায় ধরা পড়ে মাঠের সবুজ ঘাসের মধ্যে আপন মনে ঘুরে বেড়াচ্ছেন অনাহূত অতিথি হয়ে আসা একটি সাপ। সেটিকে কোনোমতে মাঠ থেকে বের করে পরে আবার খেলা শুরু করা হয়।