English

16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

ভারতীয় দলে সাহসী ক্রিকেটারের অভাব, বিস্ফোরক মন্তব্য শেবাগের

- Advertisements -

ভারত এর মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে। এ নিয়ে চলছে চারদিকে আলোচনা-সমালোচনা। তাই ভারতীয় দল নিয়ে কথা বললেন একসময়ের মাঠ মাতানো তারকা ওপেনার বীরেন্দর শেবাগ। তিনি জানালেন, ভারতীয় দলে সাহসী ক্রিকেটারের অভাব। এমনটিই দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল খেললেও ভারতের শিরোপা জেতা হয়নি।

এ মারমুখী ওপেনার বলেন, ‘আমি বলতে দিতে পারি—যখন জাতীয় দলে ছিলাম, তখন আমরা প্রতিটি ম্যাচকে নকআউট ম্যাচ হিসেবে দেখতাম। বিশ্বকাপের সেমিফাইনাল হিসেবে বিবেচনায় রাখতাম। সবসময় মাথায় থাকত, যদি হেরে যাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাব— এ মনমানসিকতা নিয়ে খেলতাম। বর্তমানেও এমন মানসিকতা নিয়ে খেলা দরকার।

তিনি বলেন, ‘আমি মনে করি— এই মনমানসিকতা ভারতীয় ড্রেসিংরুমে খুবই প্রয়োজন। নকআউট ম্যাচ খেলা উচিত। কারণ নির্ভয়ে ও সাহসিকতার সঙ্গে কিছুটা ঝুঁকি নিয়েই খেলা উচিত। আমার মনে হয়, বর্তমানে ভারতীয় জাতীয় দলে এই নির্ভীকতার অভাব রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন