মুম্বাইয়ের সান্টাক্রুজ এলাকার একটি হোটেলে খেতে যান ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ। সেখানে যান স্বপ্না গিল। তিনি পৃথ্বীর সঙ্গে ছবি তুলতে চাইলে এই ক্রিকেটার তাতে অস্বীকার করেন। তারপরই তাঁর ওপর হামলা চালান এই নারী। এটা কি শুধু রাগের বশে নাকি ভিডিও বানিয়ে ভাইরাল হতে চেয়েছিলেন স্বপ্না?
এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবাররা সবকিছুতেই ‘কনটেন্ট’ খুঁজে পান কিনা! হয়তো এক্ষেত্রেও তাই হয়েছিল। যাঁকে নিয়ে এত আলোচনা গতকাল থেকে আজ তাঁর পরিচয় জেনে নেওয়া যাক।
তবে স্বপ্না কিন্তু আসলে চণ্ডীগড়ের বাসিন্দা। বর্তমানে মুম্বাইয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নানা ধরনের ছবি, ভিডিও পোস্ট করে থাকেন তাতে কখনও মজার, বিনোদনমূলক ভিডিও থাকে, কখনও থাকে নাচের কখনও আবার ফ্যাশন ফটো পোস্ট করেন তিনি। তাঁকে একাধিক ছবিতেও দেখা গিয়েছে, যার মধ্যে আছে কাশি অমরনাথ, নিরহুয়া চালাল লন্ডন এবং মেরে ওয়াতান।
ফলে গোটা বিষয়টা থেকে এটা স্পষ্ট যে তারকারও তারকা হয়! কিন্তু তাঁর ছবি তোলার জন্য এমন নজির বোধহয় এই প্রথম!